পুরুষ ছাড়াই নিজেকে সুখী রাখতে ব্যক্তিগত মেশিন কিনলেন চিত্রনায়িকা জয়া আহসান
আজ দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। কত তম জন্মদিন সে এক ধোয়াশাই বটে! উইকিপিডিয়া বলে এক কথা, গুগল বলে আরেক কথা, জয়া নিজে বলেন এক কথা আর দর্শক তো যে যার মতো তার বয়সের সংখ্যাটা অনুমান করে নেন।
বয়স নিয়ে অন্তত দুই বাংলার আর কোন তারকাকে এতো প্রশ্নের মুখোমুখি হতে হয় না, যতোটা হতে হয় জয়া আহসানকে। তার কারণ হলো, তাকে বহু বছর ধরে পর্দায় দেখছে দর্শক, কিন্তু চেহারায় তেমন কোন বদলই পাওয়া যায় না। দিন দিন জয়া যেন তরুণ হচ্ছেন!
বয়স কতো তা স্পষ্ট না করলেও এ নিয়ে নিজেই মজা করতে পছন্দ করেন তিনি। প্রেক্ষাগৃহে চলতি সিনেমা ‘উৎসব’-এ নিজেই নিজেকে রোস্টিং করেছেন করেছেন জয়া। ভূতের চরিত্রে অভিনয় করা জয়া জাহিদ হাসানকে উদ্দেশ্য করে তারকা জয়াকে নিয়ে বলেন, জয়া আহসানতো আমাদের গোত্রেরই মানুষ, দেখ না বয়স টয়স বাড়ে না (হাহাহা)।
‘তাণ্ডব’ সিনেমায় জয়া আহসান
যাই হোক, জয়ার জন্মদিন মানে ভক্তদের জন্য দারুণ এক উদযাপনের উপলক্ষ। আজ অসংখ্য মানুষের শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা পেয়েছেন জয়া। এখন তিনি অবস্থান করছেন কলকাতায়। সেখানে ‘ডিয়ার মা’ নামে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। সেই ছবির টিম থেকেই জয়াকে জন্মদিনের সারপ্রাইজ পার্টি উপহার দেয়া হয়েছে। সেই পার্টির ভিডিও জয়া সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।
সবমিলিয়ে দারুণ সময় কাটছে এই গুণী অভিনেত্রীর। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফলতা পাওয়া ছবি দুটিতেই (তাণ্ডব আর উৎসব) অভিনয় করেছেন তিনি। কলকাতায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে সে কথা তো আগেই বলা হয়েছে। কৌশিক গাঙ্গুলির মতো বিখ্যাত পরিচালকের ব্যবসাসফল ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়ালের কাজে এখন ব্যস্ত জয়া। তার হাতে রয়েছে আরও বেশকিছু ছবি।
আরও পড়ুন :
বুবলীর শুটিং বন্ধ করতে জয়া আহসানের আহ্বান!
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া আহসান
জয়া অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার পোস্টর
জয়া তার বয়স বাদে ব্যক্তিগত বিষয়ে তেমন করে আলোচনায় আসেন না। তাকে নিয়ে যা আলোচনা হয় সবই তার কাজ নিয়ে। এজন্যই সম্প্রতি তিনি বলেছেন, ‘কাজ নিয়ে যারা ইনসিকিউরড তারাই নিজেদের ব্যক্তিগত জীবন বিক্রি করে।’
দীর্ঘ সেই সাক্ষাৎকারে জয়া কথা বলেছেন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। অভিনয়জীবনের বাইরে তার প্রেম, ভালোবাসা, এমনকি বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল অনেক। এ নিয়ে তিনি বলেন, ‘আমার চেয়ে তো দেখি দর্শক ও শুভানুধ্যায়ীদের আগ্রহ অনেক বেশি। এটা থাকবেই, এটাই স্বাভাবিক। কেউ কাউকে ভালোবাসলে এটা ঘটে। দর্শকেরা আমাকে ভালোবাসে বলেই হয়তো তারা এ বিষয়েও সচেতন, আমাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন সবকিছু নিয়ে। তবে আমার ব্যক্তিগত জায়গা তো আমারই, তা আমি কখনো খোলাসা করব না আসলে…অন্তত গণমাধ্যমের সামনে বলব না, সম্পর্কে আছি কি নেই। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি নেই। (হাসি)’