বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের স্থান অক্ষুণ্ণ। তিনি বছরের পর বছর ধরে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অল-রাউন্ডার ছিলেন। তবে, অনেক দিন ধরেই তার ফর্ম দুর্বল। কানপুর টেস্টের আগের দিন আজ বৃহস্পতিবার, তিনি টি-টোয়েন্টি এবং টেস্ট ক্যারিয়ারের শেষের ঘোষণা দিয়েছেন।
সাকিব জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজের পর তিনি সাদা পোশাক তুলে রাখবেন। ইতোমধ্যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার তিন ফরম্যাটেই সমৃদ্ধ, যা ক্রিকেট ইতিহাসে বিরল একটি বিষয়।
সাকিবের ক্যারিয়ার বিতর্কে ভরা, কিন্তু এসব বিতর্ক কখনোই তার পারফরমেন্সকে প্রভাবিত করেনি। বিতর্কিত পরিস্থিতিতে তিনি মাঠে এসে দুর্দান্ত খেলে উত্তর দিয়েছেন। তবে ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে ব্যবসায়িক কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন, এবং অনেক সময় ক্রিকেটের চেয়ে শো-রুম উদ্বোধন ও বিজ্ঞাপনের শুটিংয়ে বেশি মনোযোগ দিতেন।
বিদায়বেলায় সাকিবকে তার ক্যারিয়ারের মূল্যায়ন করতে বলা হলে তিনি হাসতে হাসতে বলেন, “আমি মনে করি, আমি যথেষ্ট ভালো করেছি। আমি খুশি। কোনো অনুশোচনা নেই। আমার জীবনে কখনোই অনুশোচনা ছিল না। আমি যত দিন ক্রিকেট উপভোগ করেছি, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য এটাই সঠিক সময়। এই কারণে আমি এসব সিদ্ধান্ত নিয়েছি। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড- সবার সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি।”