বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আসন্ন ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এর ১১তম আসর। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
এবারের বিপিএলেও অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি দল। তবে তিনটি দলে পরিবর্তন এসেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে এবারের আসরে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি, নতুন নাম “দুর্বার রাজশাহী”। ফ্র্যাঞ্চাইজির মালিক ইমতিয়াজ দ্বীপন জানিয়েছেন, “দুর্বার” নামটি সমর্থকদের ভালোবাসা থেকেই এসেছে। সমর্থকদের প্রস্তাবিত নামগুলোর মধ্যে এই নামটি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে।
এছাড়া, ঢাকার মালিকানায় এসেছে পরিবর্তন। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি, যাদের সঙ্গে আছেন ওয়ালটন গ্রুপ। নতুন দলের নাম রাখা হয়েছে “ঢাকা নওয়াব”।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানাও বদলেছে। এসকিউ স্পোর্টস আবারও তাদের পুরোনো নাম “চিটাগং কিংস” দিয়ে বিপিএলে অংশ নিচ্ছে। যদিও এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে আগের কিছু অভিযোগের কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছিল, তারা বিসিবির সঙ্গে সেই জটিলতা মিটিয়ে আবার বিপিএলে ফিরেছে।
বাকি চার দলের মালিকানা অপরিবর্তিত থাকছে। আসন্ন আসরে অংশগ্রহণ করা সাতটি দলের নামগুলো হলো:
১. রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)
২. ফরচুন বরিশাল (ফরচুন গ্রুপ)
৩. খুলনা টাইগার্স (মাইন্ডট্রি লিমিটেড)
৪. সিলেট স্ট্রাইকার্স (ফিউচার স্পোর্টস)
৫. দুর্বার রাজশাহী (ভ্যালেন্টাইন গ্রুপ)
৬. ঢাকা নওয়াব (রিমার্ক হারল্যান্ড গ্রুপ)
৭. চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস)