এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে যে কয়েকজন ব্যাটারকে সেরাদের সেরা ধরা হয়, তাদের মধ্যে অন্যতম নিকোলাস পুরান। ক্যারিবিয়ান এই ক্রিকেটার আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই পর্যায়েও ব্যাট হাতে ঝড় তুলতে সিদ্ধহস্ত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে আরও একটি দুর্দান্ত ইনিংস খেলার পথে বাঁহাতি এই ব্যাটার গড়েছেন দারুণ এক কীর্তি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এখন সবচেয়ে বেশি রান পুরানের।
গত শুক্রবার বার্বাডোজের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ বলে ২৭ রান করেন পুরান। তাতে ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটারের রান দাঁড়িয়েছে ২ হাজার ৫৯। এর আগে এই পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। অভিজ্ঞ এই কিপার-ব্যাটার ২০২১ সালে করেছিলেন ২ হাজার ৩৬ রান।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রান করা খেলোয়াড়দের তালিকা :
নিকোলাস পুরান – ২,০৫৯ (২০২৪)
মোহাম্মদ রিজওয়ান – ২,০৩৬ (২০২১)
অ্যালেক্স হেলস – ১,৯৪৬ (২০২২)
জস বাটলার – ১,৮৩৩ (২০২৩)
মোহাম্মদ রিজওয়ান- ১,৮১৭ (২০২২)
কিছুদিন আগে পুরান নাম লেখান আরেকটি রেকর্ডে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে ১৫০টি ছক্কা হাঁকান এই মারকুটে ব্যাটার। এই রেকর্ডটি আগে ছিল সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইলের। ২০১৫ সালে এই বাঁহাতি ওপেনার মেরেছিলেন মোট ১৩৫টি ছক্কা।