বিপিএল এ মুস্তাফিজ কে নিয়ে দুইদলের টানাটানি ।যদিও এখন পর্যন্ত কনফার্ম কেউ ই না , তবে এবারের বিপিএল এ কোনো ব্যাটসম্যান কিংবা কোনো অলরাউন্ডার থাকছেন না তালিকার শীর্ষে। নির্ধারিত ক্রিকেটারদের বাইরে যদি কোনো ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি টানাটানি হয়, তবে তা এই কাটার মাস্টার। মিস্টার ফিজ এর দাম অলমোস্ট ২ কোটি টাকাতে পৌঁছে গেছে।