বৃষ্টি বৃঘ্নিত কানপুর টেস্টে ১ম দিন বাংলাদেশ মাত্র ৩৫ ওভার ব্যাটিং করার সুযোগ পায়। তারপর থেকে বৃষ্টির কারণে প্রায় সাড়ে ২ দিনের খেলা পরিত্যক্ত হয়ে ৪র্থ দিনে আবারও মাঠে নামে বাংলাদেশ।
৪র্থ দিনের শুরুতেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে উইকেট হারায় মুশফিক, লিটন ও সাকিবের। কিন্তু প্রান্ত আগলে রেখে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মমিনুল হক।
শুধু তাই নয়, ২০০৪ সালের পর ১ম বিদেশী ব্যাটার হিসেবে কানপুরের মাটিতে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন মমিনুল হক।